ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাবনা মানুষকে সংযম-সুশৃঙ্খল করে তোলে: বরসম্বোধি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ভাবনা মানুষকে সংযম-সুশৃঙ্খল করে তোলে: বরসম্বোধি বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব

চট্টগ্রাম: ভারতের বুদ্ধগয়াস্থ মহাবোধি সোসাইটি অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট বিদ্যাবারিধী ড. বরসম্বোধি মহাথের বলেছেন, ‘শান্তির অন্বেষণে ভাবনাকে বেছে নিতে হবে। কেননা, ভাবনাই মানুষকে সংযম ও শৃঙ্খলিত করে তোলে।’

বুধবার (২১ নভেম্বর) বিকেলে নগরের বায়েজিদের আনন্দনগরের বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান ধর্মদেশকের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ড. বরসম্বোধি মহাথের বলেন, ভাবনার মাধ্যমে নানা বিষয় সংবরণ করা সম্ভব।

সিদ্ধার্থ গৌতম ছয় বছর কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেছিলেন। সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি সকল ধর্মাবলম্বীরা ভাবনা অনুশীলন করছেন।
পালি সাহিত্যে বুদ্ধের যেই মুখনিসৃত বাণী রয়েছে, সেখানে ভাবনার অনুশীলনের পাশাপাশি চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে মহৎ কর্মে নিয়োজিত থাকার কথা উল্লেখ করেছেন। শুধু গৃহিদের নয় ভিক্ষু-সংঘকেও বিনয়কর্ম সম্পাদনের কথা বলেছেন।

তিনি আরও বলেন, বিনয় বৌদ্ধ ধর্ম ও ভিক্ষু-সংঘের নিয়ামক। ভিক্ষু-সংঘরাই পরম্পরায় বৌদ্ধ ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিনয়ের মাধ্যমে ভিক্ষু-সংঘ এগিয়ে গেলে বাংলাদেশ-ভারতসহ উপমহাদেশে বৌদ্ধ ধর্ম আরও বিস্তৃতি লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. বরসম্বোধি মহাথের।    

কেয়াগড় সার্বজনীন বিহারের অধ্যক্ষ আর্যকীর্তি মহাথেরোর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক উপানন্দ মহাথের।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যাপক শ্যামাপ্রসাদ বিশ্বাস, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের বিনয়ভূষণ বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, ডা. পরিতোষ বড়ুয়া, দীপঙ্কর বড়ুয়া।

চীবরদান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের পরিচালক করুণানন্দ থের, দেবপাহাড় পুর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের জ্ঞানমিত্র ভিক্ষু, চীবরদান উদযাপন কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সমন্বয়ক শিক্ষক তপন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক রতনানন্দ ভিক্ষু, ব্যাংকার শীলানন্দ বড়ুয়া, মালতি বড়ুয়া, ব্যাংকার বাবুল কান্তি বড়ুয়া, সাবেক সভাপতি অধ্যক্ষ অর্পন বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, ডা. দীপক কান্তি বড়ুয়া, টিটুরাজ বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, ডা. এস এস বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে ড. বরসম্বোধি মেডিটেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।