ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭৬ বছরে হাবিলাসদ্বীপের রাস মহোৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
৭৬ বছরে হাবিলাসদ্বীপের রাস মহোৎসব

চট্টগ্রাম: পটিয়ার হাবিলাসদ্বীপে ঐতিহ্যবাহি রাস মহোৎসব ৭৬ বছরে পদার্পণ করেছে। শ্রীশ্রী গৌর গোবিন্দ আশ্রমের এ উৎসবে লীলা প্রদর্শনী ও নাটক দেখতে প্রতিবছর ভীড় জমায় বিভিন্ন এলাকার মানুষ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৪দিনব্যাপী রাস মহোৎসব ও লীলা প্রদর্শনী।

রাস উদযাপন পরিষদের সভাপতি কাজল কান্তি দত্ত বাংলানিউজকে বলেন, হাবিলাসদ্বীপের রাস মহোৎসব বৃহত্তর চট্টগ্রাম ছাড়িয়ে সারাদেশে পরিচিতি পেয়েছে।

দেশ-বিদেশের দর্শনার্থীরা প্রতিবছর এখানে আসেন শ্রীনাম শুনতে। এ উপলক্ষে আশ্রম এলাকাজুড়ে মেলা বসে।

মহোৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে-ধর্মসভা, মহানাম সংকীর্তন, রাসবিহারী পূজা, মহাপ্রসাদ বিতরণ, লীলা প্রদর্শনী ও ধর্মীয় নাটক।

রাস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পীযুষ দাশগুপ্ত বলেন, উৎসব উদ্বোধন করবেন মহাপ্রভুর পিতৃবংশের উত্তরপুরুষ শ্রীল রাধা বিনোদ মিশ্র। ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। কাজল কান্তি দত্তের সভাপতিত্বে ধর্মীয় বক্তা থাকবেন সুদর্শন চক্রবর্তী ও সুখময় চক্রবর্তী। বিশেষ অতিথি থাকবেন ইউএনও হাবিবুল হাসান, প্রকৌশলী প্রবীর কুমার সেন, নিখিল চন্দ্র চৌধুরী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ব্যবসায়ী সাধন রঞ্জন চৌধুরী, অনিল চন্দ্র পাল, ডা. জীবন চন্দ্র দাশ, ডা. পঞ্চানন চক্রবর্তী, ডা. গৌতম চৌধুরী, ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা, ধর্মানুরাগী বিশ্বজিৎ বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, মৃদুল কান্তি নন্দী ও রূপন কান্তি দাশ।

তারকব্রহ্ম মহানাম পরিবেশন করবেন জয় মহাপ্রভু সম্প্রদায়, শ্যাম সুন্দর সম্প্রদায়, শ্রী গোবিন্দ সম্প্রদায়, চিন্তাহারী সম্প্রদায়, মা যশোদা সম্প্রদায় ও গৌর গোবিন্দ সম্প্রদায়। ২৫ নভেম্বর সন্ধ্যায় সুদর্শন চক্রবর্তী ও দীপক কান্তি সরকারের পরিচালনায় মঞ্চস্থ হবে নাটক ‘নীলাচলে মহাপ্রভু’।

শারদ পূর্ণিমা তিথির এই রাস উৎসবে সবার উপস্থিতি প্রত্যাশা করেছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।