ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গৃহবধূর মরদেহ উদ্ধার, পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
গৃহবধূর মরদেহ উদ্ধার, পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

চট্টগ্রাম: মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোমানা আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।

সোমবার (১৯ নভেম্বর)  রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

রোমানা আক্তার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর এলাকার মো. টিপুর স্ত্রী ।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, শ্বশুর বাড়ির লোকজন সোমবার রাতে রোমানা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোমানার গলায় রশির ছাপ (দাগ) থাকায় চিকিৎসকরা বিষয়টি পুলিশকে জানায়।

পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে রোমানার শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।