ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ গ্রেফতার ৩ ইয়াবাসহ গ্রেফতার দুই রোহিঙ্গা নাগরিক

চট্টগ্রাম: নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪০০ পিস ইয়াবা।

সোমবার (১৯ নভেম্বর) কোতোয়ালী থানার কাজীর দেউড়ি ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।

গ্রেফতার তিন যুবক হলেন- কক্সবাজার উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের মো. আজিজ (২০), মো. মজিবুর রহমান (১৮) ও কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ জানারঘোনা এলাকার মো. ইদ্রিস (২৭)।

শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউড়ি ও শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মো. আজিজ ও মো. মজিবুর রহমানের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও মো. ইদ্রিসের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।