ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত নেতা আফসারকে রিমান্ডে চায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জামায়াত নেতা আফসারকে রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রাম: নগরের চকবাজার থেকে গ্রেফতার হওয়া জামায়াত নেতা আফসার উদ্দিন চৌধুরীকে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) ৭ দিনের রিমান্ড আবেদনসহ আফসার উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে নগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত আফসার উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, চকবাজার থানায় দায়ের হওয়া একটি মামলায় জামায়াত নেতা আফসার উদ্দিন চৌধুরীকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মঙ্গলবার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চকবাজার কেয়ারি ইলিশিয়াম থেকে আফসার উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার হওয়া আফসার উদ্দিন চৌধুরী নগর জামায়াতের নায়েবে আমির বলে জানিয়েছে পুলিশ।

জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, আফসার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নাশকতা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad