ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৪ বছর সাজা খেটে ফের পুরনো পথে ‘মধু ডাকাত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
১৪ বছর সাজা খেটে ফের পুরনো পথে ‘মধু ডাকাত’ গ্রেফতার মো. নেয়ামত উল্লাহ প্রকাশ মধু ডাকাত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড থেকে মো. নেয়ামত উল্লাহ প্রকাশ মধু ডাকাত (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

মো.  নেয়ামত উল্লাহ প্রকাশ মধু ডাকাত কক্সবাজার জেলার মহেশখালী উত্তর নলবিলা এলাকার মো. আবদুল গণির ছেলে।

জাহাঙ্গীর আলম বলেন, ডাকাতি মামলায় ১৪ বছর সাজা খেটে কারাগার থেকে ২০১৭ সালে মুক্তি পান মো.  নেয়ামত উল্লাহ প্রকাশ মধু ডাকাত। ফের তিনি ডাকাতি পেশায় জড়িয়ে পড়েন।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

তিনি বলেন, অর্ধ-শতাধিক ডাকাতি করেও সহযোগীদের নিয়ে ঘুরে বেড়ান মহেশখালী, চকরিয়া, সন্দ্বীপ, টেকনাফসহ গোটা কক্সবাজার ও চট্টগ্রাম শহর জুড়ে। শুরুতে ছিনতাইকে পেশা হিসেবে বেছে নিলেও পরবর্তীতে জলদস্যুদের যোগসাজসে ডাকাতি শুরু করেন মধু ডাকাত।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮ 
এসকে/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।