ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫৬০ কোটি টাকা কর আদায় চট্টগ্রামের মেলায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
৫৬০ কোটি টাকা কর আদায় চট্টগ্রামের মেলায়

চট্টগ্রাম: আয়কর মেলার সাত দিনে চট্টগ্রামে ৪৭ হাজার ১২৯টি রিটার্নে ৫৬০ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৮৩৮ টাকা আদায় হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ২ হাজার ৬৫টি। কর সংক্রান্ত সেবা নিয়েছেন ৩ লাখ ৩ হাজার ৩৩০ জন।

সোমবার (১৯ নভেম্বর) আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত কর কমিশনার (আপিল) মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে এসব তথ্য জানান।

মেলার শেষ দিন সোমবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে ১২ হাজার ৩৭৩টি রিটার্নে কর জমা পড়ে ৭২ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৮০৫ টাকা।

ই-টিআইএন নিয়েছেন ৪৩৭ জন।

এর মধ্যে কর অঞ্চল-১ থেকে ৪ হাজার ৬১৮টি রিটার্নে আদায় হয়েছে ৪৮ কোটি ১১ লাখ ৩ হাজার ৫৭৭ টাকা।

ই-টিআইএন নিয়েছেন ১৩৭ জন।

কর অঞ্চল-২ থেকে ১ হাজার ৬৩০টি রিটার্নে আদায় হয়েছে ১০ কোটি ৯ লাখ ৫৫ হাজার ৮৩২ টাকা। ই-টিআইএন নিয়েছেন ৭১ জন।

কর অঞ্চল-৩ থেকে ৩ হাজার ৫৫৩টি রিটার্নে আদায় হয়েছে ৫ কোটি ৮১ লাখ ৩৭ হাজার ৯০৩ টাকা। ই-টিআইএন নিয়েছেন ৯০ জন।

কর অঞ্চল-৪ থেকে ১ হাজার ৭৮৫টি রিটার্নে আদায় হয়েছে ৮ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৩৯ টাকা। ই-টিআইএন নিয়েছেন ১৩৯ জন।

জরিপ রেঞ্জ-৩ থেকে ৩২টি রিটার্নে আদায় হয়েছে ৭ লাখ ৪ হাজার ১৭০ টাকা।

এ ছাড়া রাঙামাটি জেলায় ৩৪৭টি রিটার্নে ২ লাখ ৫৯ হাজার ৮২৭ টাকা, কক্সবাজারের রামু উপজেলায় ৩৬টি রিটার্নে ৩৮ হাজার ৮৫৭ টাকা ও চকরিয়া উপজেলায় ৩৭২টি রিটার্নে ১৪ লাখ ৯৫ হাজা্র টাকা কর জমা পড়েছে।          

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।