ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এনএফজেড টেরি টেক্সটাইলকে ১০ লাখ টাকা জরিমানা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এনএফজেড টেরি টেক্সটাইলকে ১০ লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: ১২ বছর ধরে ছাড়পত্রবিহীন ও ইটিপি প্ল্যান্ট পরিচালনা না করার অপরাধে হালদা গ্রুপের প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাংলানিউজকে বলেন, ১২ বছর ধরে ছাড়পত্রবিহীন ও ইটিপি প্ল্যান্ট পরিচালনা না করার অপরাধে হালদা গ্রুপের প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মো. বদরুল হুদা বলেন, ১২ নভেম্বর বোয়ালখালী উপজেলার শাকপুরা পশ্চিম গোমদণ্ডী এলাকায় এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করে অনিয়ম পাওয়া যায়। পরে সোমবার (১৯ নভেম্বর) কারখানা কর্তৃপক্ষকে শুনানিতে হাজির হওয়ার জন্য বলা হয়।

সোমবার শুনানি শেষে তাদের জরিমানা করা হয় এবং ছাড়পত্র নবায়ন ও ইটিপি প্ল্যান্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।