ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন উপলক্ষে সমন্বয় কক্ষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
নির্বাচন উপলক্ষে সমন্বয় কক্ষ রিটার্নিং অফিসার কার্যালয়ে সমন্বয় কক্ষ

চট্টগ্রাম: আগামি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে সমন্বয় কক্ষ চালু করা হয়েছে।

এ কার্যালয়ের ২২৩নং রুমে চালুকৃত সমন্বয় কক্ষ থেকে নির্বাচন সম্পর্কিত সব কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া সমন্বয় কক্ষের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অফিস সহকারীর কাছ থেকে চট্টগ্রাম-, চট্টগ্রাম-, চট্টগ্রাম-, চট্টগ্রাম-, চট্টগ্রাম-, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫, চট্টগ্রাম-১৬  আসনের তথ্য পাওয়া যাবে।

নির্বাচন সংশ্লিষ্ট যে কোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম (০১৭৬৪১৪৪৪২৪), রেজওয়ানা আফরিন (০১৭১৬৪৮৮১০৫), সুরাইয়া ইয়াসমিন (০১৭১৯৩০৪৯৭২) ও জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মোহাম্মদ ইউসুফ খান (০১৬৭০৩৫০৪০৫) এর মুঠোফোনে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।