ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অধ্যাপক শ্যামল বড়ুয়া আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
অধ্যাপক শ্যামল বড়ুয়া আর নেই অধ্যাপক শ্যামল বড়ুয়া

চট্টগ্রাম: বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) অর্থ সম্পাদক ও প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শ্যামল বড়ুয়া (৪৫) আর নেই।

রোববার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন তিনি।

বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী গ্রামের প্রয়াত তেমিয় কুমার বড়ুয়ার ছেলে অধ্যাপক শ্যামল বড়ুয়া মৃত্যুকালে মা, ভাই, স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী, আত্বীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

অধ্যাপক শ্যামল বড়ুয়া প্রিয়রত্ন-বুদ্ধদত্ত-সংঘরক্ষিত স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর কার্য নির্বাহী সদস্য, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য, বাংলাদেশ বৌদ্ধ একাডেমির সহকারী পরিচালক ছিলেন।

এদিকে, শ্যামল বড়ুয়ার প্রয়াণে রোববার সন্ধ্যায় নগরের কাতালগঞ্জ বৌদ্ধ বিহারে তাৎক্ষনিক এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক উপানন্দ মহাথেরোর সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান, বাকবিশিসের সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, বাকবিশিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. গণেশ রায়, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, সাতকানিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া, ব্যাংকার মনিন্দ্র লাল বড়ুয়া, বাসসের ব্যুরো চিফ সমীর কান্তি বড়ুয়া, প্রফেসর কামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ আবছার উদ্দিন, মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, সীতাকুণ্ড লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনসুর হাবিব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, পুলিশ পরিদর্শক রনজিত বড়ুয়া, সাবেক কামরুল ইসলাম হোসাইনী, অ্যাডভোকেট নাসির উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব অরবিন্দ বড়ুয়া, ব্যাংকার রাখাল চন্দ্র বড়ুয়া, ব্যাংকার শীলানন্দ বড়ুয়া, বুডিস্ট ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, কবি ও সাংবাদিক বিপুল বড়ুয়া, বৌদ্ধ একাডেমির সচিব সুজন বড়ুয়া, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠির মহাসচিব আশীষ বড়ুয়া, বৌদ্ধ সমিতির যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, পিবিএস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, কবি ও শিশুসাহিত্যিক অপু বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, সাংবাদিক জীবক বড়ুয়া, অধ্যক্ষ অর্পন বড়ুয়া, অধ্যাপক শ্যামল বড়ুয়া, ব্যাংকার সুমেধ বড়ুয়া, জলদী উত্তরণ সংঘের সভাপতি ডা. দীপক কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটুরাজ বড়ুয়া জলদী কল্যাণ সংস্থার সহ-সভাপতি স্থপতি প্রভাকরণ বড়ুয়া, অর্থ সম্পাদক ময়না বড়ুয়া, জলদী ইয়ং সংসদের সভাপতি প্রভাষক অসীম বড়ুয়া, সহ-সভাপতি শিক্ষক প্রণব বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসবি/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।