ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেলার ষষ্ঠ দিনে চট্টগ্রামে ১০২ কোটি টাকা কর আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
মেলার ষষ্ঠ দিনে চট্টগ্রামে ১০২ কোটি টাকা কর আদায় আয়কর মেলায় রিটার্ন জমা দিতে আসা মানুষের ভিড়। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম:  আয়কর মেলার ষষ্ঠ দিনে চট্টগ্রামে ৭ হাজার ৫১৫টি রিটার্নে জমা পড়েছে ১০২ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৮৪ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪২৭ জন। কর সেবা নিয়েছেন ৪৪ হাজার ৩৫৮ জন।

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এসব তথ্য জানান আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক, অতিরিক্ত কর কমিশনার (আপিলাত) মো. মাহমুদুর রহমান।

তিনি জানান, নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলায় চট্টগ্রামের চারটি কর অঞ্চল ও জরিপ রেঞ্জ-৩ মিলে ৬ হাজার ৪৪০টি রিটার্নে জমা পড়েছে ১০২ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬১ টাকা।

কক্সবাজার জেলায় ৪৩৩টি রিটার্নে ১৬ লাখ ৫৬ হাজার ৪২৮ টাকা, বান্দরবানে ১৫০টি রিটার্নে ১ লাখ ১০ হাজার টাকা, রাঙামাটিতে ২৬৬টি রিটার্নে ৩ লাখ ৫৩ হাজার ৮৪৫ টাকা, চন্দনাইশ উপজেলায় ২৯ রিটার্নে ৩২ হাজার টাকা, রাউজানে ৭৪ রিটার্নে ১ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা, বোয়ালখালীতে ১২৩ রিটার্নে ৬৩ হাজার টাকা আদায় হয়েছে।

সপ্তাহব্যাপী মেলায় ছয় দিনে ৩৪ হাজার ৭৫৬টি রিটার্নে জমা পড়েছে ৪৮৮ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৩৩ টাকা।

নতুন ই-টিআইএন নিয়েছেন ১ হাজার ৬২৮ জন।

কর অঞ্চল-৩ এর কমিশনার মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (১৯ নভেম্বর) আয়কর মেলার সমাপনী দিন। বিকেল পাঁচটা পর্যন্ত যারা বিভিন্ন বুথে লাইনে থাকবেন তাদের সেবা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।