ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১২

হ্যাট্রিক বিজয় ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
হ্যাট্রিক বিজয় ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, চেমন আরা তৈয়ব, মোহাম্মদ নাছির, বদিউল আলম ও নাজমুল হক চৌধুরী শারুন

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব মো. সামশুল হক চৌধুরী। যদিও নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে আরও ৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আসনটিতে হ্যাট্রিক বিজয় ধরে রাখতে আওয়ামী লীগের হাইকমান্ড বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ওপর অনেকটা আস্থা রাখলেও নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিতে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ নাছিরও তদবির চালাচ্ছেন।

প্রভাবশালী দুই প্রার্থী ছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুন, অ্যাডভোকেট আবদুর রশীদ, সেলিম নবী, মো. ইসমাইল মাঠে আছেন।

 

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করেন সামশুল হক চৌধুরী। পরবর্তীতে ২০১৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে পটিয়ার উন্নয়নে কাজ করছেন তিনি।

সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যখন চট্টগ্রাম-১২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রথম সুযোগ দেন; তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, অবহেলিত পটিয়াকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। সেই থেকে পরিকল্পনা অনুযায়ী পটিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি। পটিয়ার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় হাজার কোটি টাকার উন্নয়নকাজ করেছি। পটিয়ায় এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের মূল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সামশুল হক চৌধুরী।

মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী নেতা মোহাম্মদ নাছির বাংলানিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নির্বাচনে তরুণদের প্রাধান্য দেওয়ার বিষয়টি ইঙ্গিত দিয়েছেন, সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকা প্রতীকে অংশ নিতে মনোনয়ন ফরম নিয়েছি। আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাচ্ছি। ’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শিগগিরই আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করবেন। যাকেই নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে, তাকে বিজয়ী করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।