ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রাথমিক শিক্ষার গুণগত মান বেড়েছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
প্রাথমিক শিক্ষার গুণগত মান বেড়েছে  পটিয়ার ঊনাইনপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপণী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চট্টগ্রাম: বর্তমান সরকারের সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান বেড়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক দিদারুল আলম দিদার। 

শনিবার (১৭ নভেম্বর) পটিয়ার ঊনাইনপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপণী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  প্রণব বড়ুয়া অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পবন বড়ুয়া।

  

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ কায়সার, বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া ডায়মন্ড, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু মনসুর চৌধুরী, প্রধান শিক্ষিকা শমিষ্ঠা রায়, অনুজ বড়ুয়া, খোকন শাহ্, সাজ্জাদুল ইসলাম সেলিম, মোহাম্মদ সৈয়দ, শিক্ষক ছেনোয়ার বেগম প্রমুখ।

পরে মুক্তিযোদ্ধা এম এ খালেক শিক্ষাবৃত্তির উদ্যোগে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এছাড়া সজীব বড়ুয়া ডায়মন্ডের উদ্যোগে ওই স্কুলের একশ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।