ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আয়কর মেলার পঞ্চম দিনে আদায় ১০৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
আয়কর মেলার পঞ্চম দিনে আদায় ১০৫ কোটি টাকা

চট্টগ্রাম: আয়কর মেলার পঞ্চম দিনে চট্টগ্রামে ৭ হাজার ৪৮১টি রিটার্নে আদায় হয়েছে ১০৫ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ২১৭ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৫৮ জন। কর সেবা নিয়েছেন ৫৬ হাজার ২৩৬ জন।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মো. মাহমুদুর রহমান।

তিনি জানান, চট্টগ্রামের চারটি কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট, জরিপ রেঞ্জ মিলে ৬ হাজার ৪৭০টি রিটার্নে আয়কর আদায় হয়েছে ১০৫ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৫৬ টাকা।

খাগড়াছড়িতে ১৩৯টি রিটার্নে ২ লাখ ১৫ হাজার ২৬৮ টাকা, কক্সবাজারে ৩৯১টি রিটার্নে ১৩ লাখ ৩১ হাজার ৫১ টাকা, বান্দরবানে ৮৭টি রিটার্নে ১ লাখ ২১ হাজার ২৫৯ টাকা, রাঙামাটিতে ১৯৯টি রিটার্নে ১ লাখ ৯৫ হাজার ৫৬৪ টাকা আদায় হয়েছে।

পটিয়া উপজেলায় ৯২টি রিটার্নে ৩ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, মিরসরাইতে ১০৩টি রিটার্নে ৩ লাখ ১৫ হাজার ৭৮৭ টাকা।

এ নিয়ে পাঁচ দিনে চট্টগ্রামের মেলায় ২৭ হাজার ২৪১টি রিটার্নে আদায় হয়েছে ৩৮৫ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪৪৯ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ১ হাজার ২০১ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।