ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সফিনগরে জশনে জুলুসে জনতার ঢল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
সফিনগরে জশনে জুলুসে জনতার ঢল সফিনগরে জশনে জুলুসে জনতার ঢল

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই সফিনগর ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদ আয়োজিত জশনে জুলুসে সুন্নী জনতার ঢল নেমেছে।

শনিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে জুলুস শুরু হয়ে সরকারহাট ও নাজিরহাট বাজার ঘুরে বেলা সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন আল আযহারী।

তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও আল্লামা তৈয়্যব শাহ (র.) স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় বাদ মাগরিব শুরু হবে সুন্নি সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন সফিনগর ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদের সভাপতি আল্লামা জালাল উদ্দিন আল আযহারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ মোহাম্মদ সোলায়মান আনছারী। উদ্বোধক থাকবেন আহলে সুন্নাত ওয়াল জমা’তের সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

সম্মেলনে প্রধান বক্তা থাকবেন রাঙ্গুনিয়া রাণিরহাট আল আমিন ফাজিল মাদ্রাসার প্রভাষক আল্লামা আবুল কালাম বয়ানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধলই ইউনিয়ন পরিষদের সদস্য জাবেদুল হোসেন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।