ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা শনিবার নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা শনিবার

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মশালা শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মু. হাসানুজ্জামান এবং বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালট্যান্ট জুলফিকার আলী মনিক আলোচক হিসেবে কর্মশালায় অংশ নেবেন।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব বাংলানিউজকে জানান, জতীয় নির্বাচনের সংবাদ সংগ্রহ করা সংবাদ কর্মীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনী সংবাদ সংগ্রহে সংবাদকর্মীদের ভূমিকা কী হবে, কীভাবে তারা সংবাদ সংগ্রহ করবেন এসব নিয়ে আমরা কর্মশালার আয়োজন করেছি।

আশা করছি এর মাধ্যমে সবাই উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।