ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার দিনে ২৮০ কোটি টাকা কর আদায় চট্টগ্রামে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
চার দিনে ২৮০ কোটি টাকা কর আদায় চট্টগ্রামে

চট্টগ্রাম: সপ্তাহব্যাপী আয়কর মেলায় প্রথম চার দিনে চট্টগ্রামে ২৮০ কোটি ২৪ লাখ ২৩২ টাকা আদায় হয়েছে। ১৯ হাজার ৭৬০টি রিটার্নের বিপরীতে এ কর আদায় হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৪৩ জন। কর সেবা নিয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৬০ জন।  

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নগরের জিইসি কনভেনশন সেন্টারে মেলার চতুর্থ দিন শুক্রবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে ৬ হাজার ৯৮টি রিটার্নে আদায় হয়েছে ১০৫ কোটি ৭০ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।

নতুন ই-টিআইএন নিয়েছেন ১৪৯টি।

এর মধ্যে চট্টগ্রামের চারটি কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট, জরিপ রেঞ্জ-৩ মিলে ৫ হাজার ৯৮টি রিটার্নে আদায় হয়েছে ১০৫ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৫৭৪ টাকা।

এ ছাড়া খাগড়াছড়িতে ১০৭ রিটার্নে ১০ লাখ ৩১ হাজার ১৪৪ টাকা, কক্সবাজারে ৪৮৫টি রিটার্নে ২০ লাখ ৭১ হাজার ৬০৮ টাকা, বান্দরবানে ৭৪টি রিটার্নে ৭৫ হাজার টাকা, রাঙামাটিতে ১৪৬টি রিটার্নে ১৪৬টি রিটার্নে ২ লাখ ১৭ হাজার ৫০৭ টাকা এবং সীতাকুণ্ড উপজেলায় ১৮৮টি রিটার্নে ১ লাখ ৮৭ হাজার ৯০৮ টাকা আদায় হয়েছে। এ দিন করসেবা নিয়েছেন মোট ৫২ হাজার ৮৯৬ জন।  

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় মেলায় ছিল উপচেপড়া ভিড়। রিটার্ন  দাখিল করতে আসা করদাতাদের পাশাপাশি অনেক তরুণ উদ্যোক্তা, চাকরিজীবী, ব্যবসায়ীকে মেলায় ই-টিআইএন সংগ্রহ করতে দেখা গেছে। অনেকে এসেছিলেন কর সম্পর্কিত নানা কৌতূহল নিয়ে।   

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।