ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নবীনদের দুর্বলতা কাটাতে ইডিইউতে অ্যাক্সেস একাডেমি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
নবীনদের দুর্বলতা কাটাতে ইডিইউতে অ্যাক্সেস একাডেমি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাদের ব্যক্তিগত নানান দুর্বলতা নতুন পরিবেশ ও নতুন ধাঁচের পড়ালেখার সাথে মানিয়ে নিতে বাধা হয়ে দাঁড়ায়।

এ দুর্বলতা কাটিয়ে ওঠা নিশ্চিত করতে আগামি সেমিস্টার থেকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শুরু হচ্ছে অ্যাক্সেস একাডেমি।

ইতোমধ্যে স্প্রিং-২০১৯ সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

স্প্রিং সেমিস্টার থেকে ইডিইউতে স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া  শিক্ষার্থীদের ইংরেজি ভাষা, গণিত ও শিষ্টাচারে পরিপক্ক করে তুলতে সেমিস্টারব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করা হবে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, স্কুল-কলেজে যে শিক্ষা একজন শিক্ষার্থী গ্রহণ করার কথা, অনেক সময় তাতে ঘাটতি থেকে যায়। ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে এসে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। যা তার মেধার বিকাশে বাধা সৃষ্টি করে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি মঞ্চ। এখানে শিক্ষার্থীদের নিজেকে মেলে ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সবচেয়ে দুর্বল শিক্ষার্থীকেও প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নের আরেকটি ধাপ হলো অ্যাক্সেস একাডেমি।

গতানুগতিক পাঠ্যক্রমের বাইরে এসে অ্যাক্সেস একাডেমি প্রতিষ্ঠা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এ প্রস্তাব উত্থাপন ও জ্ঞানগর্ভ প্রতিবেদন উপস্থাপন করায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানকে ধন্যবাদ জানান উপাচার্য প্রফেসর সিকান্দার খান।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ইংরেজি বিভাগকে সমৃদ্ধ করতে স্প্রিং-২০১৯ সেমিস্টার থেকে ‘মাস্টার্স কোর্স’ শুরু করা হচ্ছে। যুগের সাথে তাল মেলাতে বিবিএ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নতুন কোর্স হিসেবে যুক্ত হচ্ছে ‘মেরিটাইম অ্যান্ড অ্যাভিয়েশন লজিস্টিক্স’।

সভায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডিস্টিংগুইশড স্কলারশিপ ও বিওটি গ্রান্ট-এর তালিকা মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ২০১৯ সালের ‘স্প্রিং’ সেমিস্টারে আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ভর্তি হওয়া যাবে বিবিএ, এমবিএ, ইংরেজি (অনার্স ও মাস্টার্স), অর্থনীতি (অনার্স ও মাস্টার্স), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে।

ফরম পাওয়া যাবে নগরের খুলশী নোমান সোসাইটিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে। নিজস্ব ওয়েবসাইট www.eastdelta.edu.bd থেকেও ফরম ডাউনলোড করা যাবে। সব ধরনের তথ্যের জন্য ০১৯৭৪-১০২০৬২, ০১৭১৪-১০২০৬২ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসি/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad