ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটকা মাছের বিষক্রিয়ায় দুই জনের মৃত্যু, হাসপাতালে ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
পটকা মাছের বিষক্রিয়ায় দুই জনের মৃত্যু, হাসপাতালে ৫

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় পটকা মাছের বিষক্রিয়ায় দাদি ও নাতনির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মিরসরাই উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আবছার বাংলানিউজকে জানান, কুড়িয়ে পাওয়া ফটকা মাছ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় মরিয়মকে (৩) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়িতে মারা যান মরিয়মের দাদি ফজিলা খাতুন (৬০)।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, মিরসরাই থেকে পটকা মাছ খেয়ে অসুস্থ পাঁচজনকে চমেকের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আছেন বিলকিস (৩০), লাভলি (১০), ঝরনা (৮), সাব্বির (৭) ও শফিকুল (৩৫)।

 

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
জেইউ/এসকে/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।