ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্ড সুবিধার অপব্যবহার, ২ কোটি টাকার চালান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
বন্ড সুবিধার অপব্যবহার, ২ কোটি টাকার চালান আটক তৈরি পোশাকশিল্পের কাঁচামাল ঘোষণায় নিয়ে আসা পর্দার কাপড়ের চালান আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ

চট্টগ্রাম: বন্ড সুবিধার অপব্যবহার করে ৯৬ লাখ ৭২ হাজার টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ২ কোটি টাকার একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

কাস্টম কমিশনার ড. একেএম নুরুজ্জামানের কাছ থেকে গোপন সংবাদ পেয়ে কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটির খালাস কার্যক্রম স্থগিত করে। এরপর আমদানিকারক চট্টগ্রামের সুফি অ্যাপারেলস লিমিটেডের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট লাকি স্টার এজেন্সির প্রতিনিধির উপস্থিতিতে পণ্য চালানের শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন হয়।

ড. একেএম নুরুজ্জামান বাংলানিউজকে জানান, আমদানিকারকের ঘোষণায় ছিল শতভাগ ডাইড পপলিন ফেব্রিকস। যা নামমাত্র শুল্কে কাঁচামাল হিসেবে আমদানি করে তৈরি পোশাক রপ্তানির শর্তে (বন্ড সুবিধা) আনা হয়।

অথচ কায়িক পরীক্ষায় পাওয়া যায় পর্দার কাপড়। বন্ড সুবিধায় ওই চালানের শুল্ককর আসে ৩ হাজার ২৫৩ টাকা। কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা। শুল্ককর আসে ৯৬ লাখ ৭৫ হাজার টাকা।

তিনি জানান, চালানটির বিষয়ে কাস্টম হাউস কর্তৃপক্ষ মামলা করেছে।     

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এআর/টিসি          

       

   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।