ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসার আহ্বান জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসার আহ্বান

চট্টগ্রাম: জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী  সমাবেশে তিনি এ আহ্বান জানান।  সুচিন্তা বাংলাদেশের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জিনাত সোহানা চৌধুরী বলেন, উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ। উপস্থিত ছিলেন রফিকুল আহমেদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা আশিক ইমরান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়াত উল্লাহ, নগর ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ ফয়সাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।