ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তৃতীয় দিনে চট্টগ্রামে সাড়ে ৭২ কোটি টাকা আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
তৃতীয় দিনে চট্টগ্রামে সাড়ে ৭২ কোটি টাকা আদায়

চট্টগ্রাম: সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়িতে ৫ হাজার ১০৭ রিটার্নের বিপরীতে ৭২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ২৬০ টাকা আদায় হয়েছে।

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নগরের জিইসি কনভেনশন সেন্টারে মঙ্গলবার (১২ নভেম্বর) আয়কর মেলা শুরু হয়।

মো. মাহমুদুর রহমান জানান, চট্টগ্রামের চারটি কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট, জরিপ রেঞ্জ-৩ মিলে ৪ হাজার ৪১২টি রিটার্নে কর আদায় হয়েছে ৭২ কোটি ৩০ লাখ ১২ হাজার ৭৬ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৯৭ জন।

খাগড়াছড়িতে ১৩২ রিটার্নে ২ লাখ ২১ হাজার ৮২৪ টাকা, কক্সবাজারে ২২২ রিটার্নে ১২ লাখ ৮ হাজার ৭৭৮ টাকা ও বান্দরবানে ৫২ রিটার্নে ৮০ হাজার টাকা কর আদায় হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ২৩০ রিটার্নে ৪ লাখ ৫০ হাজার টাকা, লোহাগাড়ায় ২৮ রিটার্নে ৩০ হাজার ৪৩২ টাকা ও হাটহাজারী উপজেলায় ৩১ রিটার্নে ৫ লাখ ২০ হাজার ৫৮২ টাকা আদায় হয়েছে।

তিন দিনের মেলায় ১৩ হাজার ৬৬২টি রিটার্নে মোট আদায় হয়েছে ১৭৪ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭৯৪টি। মোট কর সেবা নিয়েছেন ১ লাখ ৪ হাজার ২৬৪ জন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।