ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেলার দ্বিতীয় দিনে চট্টগ্রামে ৭১ কোটি টাকার কর আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
মেলার দ্বিতীয় দিনে চট্টগ্রামে ৭১ কোটি টাকার কর আদায় আয়কর মেলার দ্বিতীয় দিনে রিটার্ন জমা দিতে আসা করদাতার ভিড়। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনে বুধবার (১৪ নভেম্বর) ৭১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৫১৫ টাকার কর আদায় হয়েছে।

৩৭ হাজার ৭৭০ জন সেবা গ্রহণকারী করদাতার মধ্যে ৪ হাজার ২৬৯টি রিটার্নের বিপরীতে এ কর আদায় হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৮৩ জন।

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের কর অঞ্চল-১ এর অধীনে ১ হাজার ৪৮০টি রিটার্নের বিপরীতে ৩৬ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৭৭৮ টাকা, কর অঞ্চল-২ এর ৬৩৬টি রিটার্নে ১৫ কোটি ৪২ লাখ ২১ হাজার ৩১৮ টাকা, কর অঞ্চল-৩ এর ১ হাজার ৫৩টি রিটার্নে ১০ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৩২৭ টাকা, কর অঞ্চল-৪ এর ৭৪৯টি রিটার্নে ৭ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ২৬৫ টাকা জমা পড়েছে।

জরিপ রেঞ্জ-৩ এর অধীনে ১৪টি রিটার্নে ২ লাখ ২৮ হাজার ৯৩৬ টাকা কর আদায় হয়েছে।

নগরের বাইরে খাগড়াছড়ি জেলায় ৬৪টি রিটার্নে ৯৬ হাজার ৩৯২ টাকা, আনোয়ারা উপজেলায় ৯৮টি রিটার্নে ৩ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা, সাতকানিয়ায় ৬৫টি রিটার্নে ৩ লাখ ২১ হাজার ৬৫০ টাকা, টেকনাফে ১১০টি রিটার্নে ৬৮ লাখ ৩৪ হাজার ৯৯ টাকার কর আদায় হয়েছে।

এ নিয়ে দুই দিনে চট্টগ্রামের মেলায় ৮ হাজার ৫৫৫টি রিটার্নে কর আদায় হলো ১০২ কোটি ৩ লাখ ১১ হাজার ২৩১ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৯৭ জন। দুই দিনে করসংক্রান্ত সেবা নিয়েছেন ৫৭ হাজার ৪৮২ জন।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।