ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশের উন্নয়নে পূর্বশর্ত মানবিক সমাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
দেশের উন্নয়নে পূর্বশর্ত মানবিক সমাজ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার অভিষেক

চট্টগ্রাম: দেশের উন্নয়নের পূর্বশত মানবিক সমাজ প্রতিষ্ঠা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গর্ভনর সেতারা গাফফার।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে নগরের প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মানবাধিকার কমিশন দক্ষিণ জেলার সভাপতি অজিত কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম জেলা আইনজীবীর সভাপতি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গর্ভনর সিরাজুল ইসলাম কমু, ডেপুটি গর্ভনর আমিনুল হক বাবু প্রমুখ।

 

সেতারা গাফফার বলেন, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকার রক্ষা করতে হবে। যেখানে মানবাধিকার লঙ্ঘন করার ঘটনা ঘটবে সেখানে মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে সমাধানে উদ্যোগ নিতে।

দেশের উন্নয়নের পূর্বশত মানবিক সমাজ প্রতিষ্ঠা।

শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দেশের মানবাধিকার কমিশনের পাশাপাশি বেসরকারী মানবাধিকার সংস্থাগুলোও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা সহজ হবে। আমার বিশ্বাস আগামীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন আরো সুশৃঙ্খল ও নিষ্ঠার সাথে মানবাধিকার কার্যক্রম পরিচালনা করবে।

আমিনুল হক বাবু বলেন, চট্টগ্রামে আমরা চেষ্টা করছি মানবাধিকার প্রতিষ্ঠায়। যেখানে মানবাধিকার লঙ্ঘন দেখেছি সেখানেই প্রতিবাদ করার চেষ্টা করেছি। সবাই পাশে থাকলে চট্টগ্রামে আরও মানবাধিবার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।