ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আয়কর মেলায় ৩০ কোটি ৭৩ লাখ টাকা আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
আয়কর মেলায় ৩০ কোটি ৭৩ লাখ টাকা আদায় আয়কর মেলার প্রথম দিনে রিটার্ন দাখিল করতে আসা করদাতার ভিড়। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী দিন ৩০ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৭১৬ টাকা আদায় হয়েছে। ১৯ হাজার ৭১২ জন সেবাগ্রহীতার মধ্যে ৪ হাজার ২৮৬টি রিটার্নের বিপরীতে এ কর আদায় হয়। প্রথম দিন নতুন ই-টিআইএন নিয়েছেন ২১৪ জন।

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর>>
** 
মেলায় স্বস্তিতে রিটার্ন দাখিল, কৌতূহলী তরুণদের ভিড়
** সম্মাননা পেলেন চট্টগ্রামের সেরা ৩৯ করদাতা

তিনি জানান, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে ১ হাজার ৮৮০টি রিটার্নের বিপরীতে আদায় হয়েছে ৭ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৬৭৭ টাকা, কর অঞ্চল-২ এর ৪৮৯টি রিটার্নের বিপরীতে ৭ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৩৪ টাকা, কর অঞ্চল-৩ এর ৯৯৭টি রিটার্নের বিপরীতে ৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৭৮৪ টাকা এবং কর অঞ্চল-৪ এর ৮৬৯টি রিটার্নের বিপরীতে ৭ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ২৯২ টাকা আদায় হয়েছে।

এ ছাড়া জরিপ রেঞ্জ-৩ এর অধীনে ৫০টি রিটার্নের বিপরীতে ১ লাখ ৫২ হাজার ৬৫৯ টাকা এবং বৃহৎ করদাতা ইউনিটের ১টি রিটার্নে জমা পড়েছে ২ লাখ ২১ হাজার ৯৭০ টাকা।   

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।