ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকসেবীদের ধরতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
মাদকসেবীদের ধরতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: মাদকসেবীদের ধরতে নগরের সদরঘাট ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বাংলানিউজকে জানান, মাদকসেবীদের ধরতে সদরঘাট থানার কদমতলী রেল ক্রসিং, কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ, পুরাতন রেল স্টেশন এবং কোতোয়ালী মোড়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাদক সেবনের দায়ে ২২টি মামলায় ২১ জনকে ৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড এবং ১ জনকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মাদকসেবীদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।