ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নবান্ন উৎসব কমিটির সভাপতি কামরুন মালেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
নবান্ন উৎসব কমিটির সভাপতি কামরুন মালেক

চট্টগ্রাম: অগ্রহায়ণের গ্রামবাংলার চিরায়ত সংস্কৃতিকে নাগরিক জীবনে মেলবন্ধন ঘটাতে শিশুমেলার আয়োজনে চতুর্থ নবান্ন উৎসব বুধবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

নবান্ন উৎসব-২০১৮ উদযাপন উপলক্ষে লায়ন কামরুন মালেককে চেয়ারম্যান, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে কো-চেয়ারম্যান, সংস্কৃতিসেবী রত্নাকর দাশ টুনুকে সাধারণ সম্পাদক, শিশুমেলার পরিচালক রুবেল দাশ প্রিন্সকে প্রধান সমন্বয়ক ও প্রকৌশলী অমিত ধরকে সমন্বয়ক করে কমিটি গঠন করা হয়েছে।

নগরের জামালখানের শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে এবারের উৎসবে বসবে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের প্রাণের মেলা।

ঐতিহ্যবাহী গান, নাচ, কথামালা দিয়ে সাজানো অনুষ্ঠান প্রাঙ্গণে থাকবে পিঠেপুলি, চারুকারু শিল্পসামগ্রী ও বইয়ের স্টল।

বাংলাদেশ সময়:  ২২২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad