ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার জন্য চট্টগ্রামের ২২৫ জনের মনোনয়ন সংগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
নৌকার জন্য চট্টগ্রামের ২২৫ জনের মনোনয়ন সংগ্রহ নির্বাচন গ্রাফিক্স

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার জন্য সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে চট্টগ্রামের-১৬ সংসদীয় আসনে মোট ২২৫ জন নৌকা প্রতীকে নির্বাচন করতে চান।

শুক্রবার থেকে সোমবার শেষ দিন (চতুর্থ দিন) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
আরও খবর>>
নৌকার জন্য চট্টগ্রামে ৬৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে শেখ মো. আতাউর রহমানসহ ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে ১৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড-চসিক (আংশিক) আসন থেকে মো. আবুল খায়ের শাহজাহান ও অধ্যাপিকা নার্গিছ আখতারসহ ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৬ রাউজান আসন থেকে মো. ওসমান গনি চৌধুরীসহ ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে ডা. কাজী মো. ইউনুছসহ ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসন থেকে মো. শওকত ইকবাল চৌধুরীসহ ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকে মাহবুবুল আলমসহ ২৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসন থেকে একেএম রেজাউল করিম ভুইয়া, মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজওয়ানসহ ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসন থেকে ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে ০৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসন থেকে আবুল কালাম চৌধুরীসহ ০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসন থেকে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে মোস্তফা রফিকুল ইসলামসহ মোট ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে নিগার সুলতানা ও এসএম রিয়াজউদ্দীন চৌধুরী সুমনসহ ১৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বলেন, সারাদেশের ন্যায় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ২২৫ জন নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে সবাই যে আওয়ামী লীগের নেতাকর্মী তা নয়। এর মধ্যে অনেকে নানা সেক্টরে সমাদৃত।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এবং দেশে উন্নয়নকাজের কারণে রেকর্ড সংখ্যক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিভিন্ন সংস্থার প্রতিবেদন রয়েছে। সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবেন।

এই লক্ষ্যে বুধবার (১৪ নভেম্বর) পদপ্রত্যাশীদের নিয়ে প্রধানমন্ত্রী বসবেন বলেও জানান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।  

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু বাংলানিউজকে জানান, শেষ দিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পদপ্রার্থীরা। সারাদেশের মতো নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রামের প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।