ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চালু হলো নতুন ২ গ্যান্ট্রি ক্রেন

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
চালু হলো নতুন ২ গ্যান্ট্রি ক্রেন এনসিটিতে বসানো গ্যান্ট্রি ক্রেন দিয়ে নামানো হচ্ছে কনটেইনার

চট্টগ্রাম: বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আরও দুটি নতুন গ্যান্ট্রি ক্রেন দিয়ে কনটেইনার নামানোর কাজ শুরু হয়েছে। এ নিয়ে বর্তমানে নতুন ৫টি গ্যান্ট্রি ক্রেন দিয়ে কাজ চালানো হচ্ছে।

এদিকে ৪ নম্বর জেটিতে রাখা আরেকটি নতুন গ্যান্ট্রি ক্রেনও সোমবার (১২ নভেম্বর) চালু করা হতে পারে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বন্দর সচিব ওমর ফারুক বাংলানিউজকে বলেন, শনিবার (১০ নভেম্বর) বিকালে চালু হওয়া দুটি ক্রেন দিয়ে ‘এমভি ব্রাইট’ জাহাজ থেকে কনটেইনার পরিবহনের কাজ শুরু হয়।

রোববার (১১ নভেম্বর) সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে। এ দুটি ক্রেন দিয়ে প্রতি ঘন্টায় ২০-২৫টি কনটেইনার ওঠানো-নামানো যাচ্ছে।

এর আগে ৩ অক্টোবর ৩ নম্বর জেটিতে বসানো নতুন একটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ চালু হয়। এ নিয়ে নতুন কেনা ৬টি ক্রেনের মধ্যে ৫টিই এখন কাজ করছে। এতে বহির্নোঙরে জাহাজের জট কমে আসবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।

চট্টগ্রাম বন্দরে মোট ১০টি গ্যান্ট্রি ক্রেন আছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে আরও ৪টি ক্রেন আসার কথা রয়েছে। কনটেইনার পরিবহনের জন্য জেটি আছে ১৩টি, এর মধ্যে ৬টি পুরনো।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।