ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করেন নূর হোসেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করেন নূর হোসেন শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভা

চট্টগ্রাম: আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করেন নূর হোসেন।

শনিবার (১০ নভেম্বর) বিকেলে নগরের কোতোয়ালী থানার দোস্ত বিল্ডিং কার্যালয়ে ‘আমরা ক’জন মুজিব সেনা’ চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

তারেক সোলেমান সেলিম বলেন, ১০ নভেম্বর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এক অবিস্মরণীয় দিন।

১৯৮৭ সালে এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। এই দিন হাজারও প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিল যুবলীগ কর্মী নূর হোসেন।
 

সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহ আলম, ইসলামিয়া বিশ্ববিদ্যাল কলেজ ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ ইউনুস, সিটি কলেজের ছাত্র সংসদের এজিএস নিয়াজ মোর্শেদ, সংগঠনের নগর শাখার সংগঠক লিটন কুমার শীল, শহিদুল আলম টিপু, ফজলে রাব্বি সুমন, মোহাম্মদ আবদুর রহিম, হালিশহর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল, বাকলিয়া থানার আহবায়ক এজেএম আব্দুল মুকিত প্রমুখ।

বাংলােদশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad