ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসার জন্য বের হয়ে অন্তঃসত্ত্বা নারী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
চিকিৎসার জন্য বের হয়ে অন্তঃসত্ত্বা নারী খুন

চট্টগ্রাম: সীতাকুণ্ড মহাসড়কের পাশ থেকে সাবিনা ইয়াসমিন নিগার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগাহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাবিনা ইয়াসমিন নিগার সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের জহিরুল ইসলাম বাবুলের মেয়ে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগাহাট এলাকা থেকে সাবিনা ইয়াসমিন নিগার নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন ছিল।

সাবিনা ইয়াসমিন নিগারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

ওসি দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বের হয়েছিলেন সাবিনা ইয়াসমিন নিগার। তিনি বাবার বাড়িতে থাকতেন।

তিনি বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।