ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাংকস এফসি শামস প্রকল্পের চাবি হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
র‌্যাংকস এফসি শামস প্রকল্পের চাবি হস্তান্তর র‌্যাংকস এফসি শামস প্রকল্পের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা

চট্টগ্রাম: র‌্যাংকস এফসি প্রপার্টিজ এর বিলাসবহুল প্রকল্প ‘র‌্যাংকস এফসি শামস’ এর চাবি হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

নগরের একটি অভিজাত হোটেলে আযোজিত অনুষ্ঠানে অ্যাপার্টমেন্ট মালিকদের আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়।

অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নিয়ে কেক কাটেন রেনকন রিয়েল এস্টেট বিভাগের পরিচালক মাশিদ রহমান।

পরে প্রতিষ্ঠানের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্পের ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে প্রতিকী চাবি হস্তান্তর করেন।

মালিক সমিতির পক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি শামসুল ইসলাম, রোমেনা চৌধুরী, গোলাম মামুন, মোক্তার আহাম্মদ চৌধুরী প্রমুখ।

কাতালগঞ্জ আবাসিকে ‘র‌্যাংকস এফসি শামস’ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামস প্রকল্পের ভূমি মালিক শামসুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার সক্ষমতা দেখিয়েছে র‌্যাংকস এফসি প্রপার্টিজ।

রেনকন এর বিভাগীয় পরিচালক মাশিদ রহমান বলেন, র‌্যাংকস এফসি সবসময় যে কোনো আবাসন প্রকল্প নির্মাণে তার পরিবেশগত ও নান্দনিক ডিজাইনকে গুরুত্ব দিয়ে থাকে।

র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন বলেন, চলতি বছর চট্টগ্রামে ৬টি প্রকল্প হস্তান্তর করেছে র‌্যাংকস এফসি। হস্তান্তরকৃত অ্যাপার্টমেন্ট এর সংখ্যা মোট ১৬৭ টি। গ্রাহক সন্তুষ্টিকে আমরা সবসময় সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাংকস এফসি’র নির্মাণ ও প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী বিশ্বজিত চৌধুরী, জিএম দিলদার হোসেন, হেড অব বিজনেস ডেভলপমেন্ট মাহফুজুল বারী, হেড অব সাপ্লাই চেন মাসুদুল হাসান, হেড অব ফিন্যান্স হানিফ বিল্লাহ, হেড অব এইচআর জাবেদুর রহমান, হেড অব সেলস (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দীন সহ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad