ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংস্কার হচ্ছে উত্তর কাট্টলী মহাশ্মশান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
সংস্কার হচ্ছে উত্তর কাট্টলী মহাশ্মশান মহাশ্মশান সংস্কার কাজ উদ্বোধন করছেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম: উত্তর কাট্টলীর সনাতন সম্প্রদায়ের প্রাচীন মহাশ্মশান সংস্কারে ব্যয় হচ্ছে ১৫ লাখ টাকা। সম্প্রতি সংস্কার কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য দিদারুল আলম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম বলেন, ধর্ম যার যার-এ দেশ সবার। হিন্দু, বৌদ্ধ, মুসলিমসহ সকল ধর্মের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বীরেন্দ্র লাল দে এর সভাপতিত্বে ও অজয় মিত্র শঙ্করের সঞ্চালনায় বক্তব্য দেন কাউন্সিলর আবীদা আক্তার, পঙ্কজ কুমার, সুভাষ দে, নীরেন্দ্র লাল দে, তপন দে, দীলিপ দাস, কাজী আলতাব হোসেন, মাহবুবুল আলম, লোকমান হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।