ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ছাড়লো বিমানের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ছাড়লো বিমানের ফ্লাইট বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০১২৮। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়েছে সাড়ে ৬ ঘণ্টা দেরিতে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শুক্রবার (৯ নভেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ০১২৮) এ ত্রুটি দেখা দেয়।

সকাল সাড়ে ৮টায় বিমান ছাড়ার নির্ধারিত শিডিউল থাকলেও বিকেল ২টা ৫৮ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যায় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সরওয়ার-ই-জামান বাংলানিউজকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দেরিতে ছেড়েছে।

তিনি বলেন, ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় ছাড়ার নির্ধারিত সময় ছিল।

‘ত্রুটি’ সারিয়ে সেটি বিকেল ২টা ৫৮ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad