ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মনোনয়ন ফরম নিলেন নুরুল ইসলাম বিএসসি ও তার পুত্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
মনোনয়ন ফরম নিলেন নুরুল ইসলাম বিএসসি ও তার পুত্র নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের সংগৃহিত মনোনয়ন ফরম

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজনীতিবিদ নুরুল ইসলাম বিএসসি, যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে চট্টগ্রাম-৮ ও ৯ আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নুরুল ইসলাম বিএসসি।

তিনি বলেন, সকালে চট্টগ্রামের দুটি সংসদীয় আসনের জন্য আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি, জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন পেয়ে আমি বিজয় ছিনিয়ে আনতে পারবো।

নুরুল ইসলাম বিএসসি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এদিকে নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানও চট্টগ্রাম-৮ ও ৯ আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কিনেছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।