ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তফসিলকে স্বাগত জানালেন মেয়র নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৭, নভেম্বর ৯, ২০১৮
তফসিলকে স্বাগত জানালেন মেয়র নাছির

চট্টগ্রাম: নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নেবেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র বাংলানিউজকে এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, মানুষ উৎসব মুখর পরিবেশেই নির্বাচনে ভোট দিতে চায়।

ভোটের মাধ্যমে গণতন্ত্রের অগ্রাযাত্রা অব্যাহত রাখতে চায়।

তিনি বলেন, গত দশ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সারাদেশে অভাবনীয় উন্নয়ন করেছে।

শুধু চট্টগ্রামেই এক লাখ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে।

আশা করি, মানুষ ভোটের সময় এসব কিছু বিবেচনায় নেবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কাকে জয়যুক্ত করবে। – বলেন সিটি মেয়র।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।