ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভর্তি জালিয়াতিতে জড়িত চবি ছাত্র আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
ভর্তি জালিয়াতিতে জড়িত চবি ছাত্র আটক

চট্টগ্রাম: ভর্তি জালিয়াত চক্রের সঙ্গে জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের এক ছাত্রকে আটক করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

আটক আনোয়ার হোসেন ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র। সোমবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বাংলানিউজকে জানান, চবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জামশেদুল কবির নামে বাংলা বিভাগের সাবেক এক ছাত্র আটক হন।

তার তথ্যের ভিত্তিতে আনোয়ারকে আটক করা হয়।

পরে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান নিয়াজ মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮

জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।