ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: কাজ করার সময় গায়ের ওপর লোহার রড পড়ে মো. বিপ্লব (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৫ নভেম্বর) ভোরে  ওই শ্রমিকের মৃত্যু হয়। বিপ্লব কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. জলিল আহমদের ছেলে।

রোববার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ডের শীতলপুর এলাকার গোল্ডেন আইরন ওয়্যারিং লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, শিপইয়ার্ড কারখানায় কাজ করার সময় গায়ে লোহার রড পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।