ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এসএমই’র ভূমিকা নিয়ে সেমিনার বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
এসএমই’র ভূমিকা নিয়ে সেমিনার বুধবার

চট্টগ্রাম: ‘দ্য রোল অব এসএমই’স ইন দ্যা ন্যাশনাল ইকোনমি-দ্যা কেস অব জাপান অ্যান্ড হাউ বাংলাদেশ শুড গো এহেড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), চট্টগ্রাম এওটিএস অ্যালামনাই সোসাইটি (সিএএএস) এবং বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির (বিএএএস) যৌথ আয়োজনে বুধবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সেমিনার হবে।

এতে উপস্থিত থাকবেন জাপানের অনারারি কনসাল জেনারেল মো. নুরুল ইসলাম ও জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতোশি হিরাতা।

এসএমই বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন দ্য ইন্টারন্যাশনাল কো-অপারেশন অর্গানাইজেশন ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ইন এশিয়ার সভাপতি প্রফেসর ড. নাওহিরো কুরোসি।

সেমিনারে সভাপতিত্ব করবেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।