ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারের উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনীতে সুচিন্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সরকারের উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনীতে সুচিন্তা সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনী।

চট্টগ্রাম: সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ নভেম্বর) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরের নিউ মার্কেটের জিপিও এলাকায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকমুক্ত ও অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

তাই আমাদের দায়বদ্ধতা থেকে জননেত্রী শেখ হাসিনা সরকারকে পূনরায় ক্ষমতায় আনতে হবে।

সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজনে ওই এলাকার পথচারী এবং মুদির দোকানদার থেকে শুরু করে, বাসচালক, রিক্সা চালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সকল শ্রেণীপেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে৷

এসময় সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, কার্যকরী সদস্য দেবাশীষ পাল দেবু, প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, আনিফুর রহমান নিটু, গোপাল দাস টিপু, চট্টগ্রাম মহানগর নেতা রায়হান নেওয়াজ সজীব, ইকবাল হোসেন, মারুফ আহমেদ, ইরশাত ইফতেখার মামুন, তারেকুল ইসলাম, মোহাম্মদ মুজিব, কোরবান আলী আজাদ, তফিকুল কবির, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ সুমন, আজিজুল হক লিখন, আকাশ কবির তোষার, তারজান দাশ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ হেলাল ও মোহাম্মদ মালেক উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তথ্যচিত্র নিয়ে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোহাম্মদ আরাফাত’র নির্দেশনায় সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।