ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক শক্তি যেন ক্ষমতায় না আসে: ফরিদা ইয়াসমিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সাম্প্রদায়িক শক্তি যেন ক্ষমতায় না আসে: ফরিদা ইয়াসমিন সম্প্রীতির সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, যারা সম্প্রীতি নষ্ট করে এমন সাম্প্রদায়িক শক্তি যেন ক্ষমতায় না আসে।

রোববার(৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বড় উদাহরণ।

কওমি মাদ্রাসার সনদকে স্বীকৃতি দেওয়ায় অনেকে তার সমালোচনা করেছেন। কিন্তু এরপরও তিনি তাদের সনদকে স্বীকৃতি দিলেন।
কারণ তিনি বলেছেন, আমিতো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই সবার মতো তাদেরও অধিকার রয়েছে।
নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতির সমাবেশ।  ছবি: উজ্জ্বল ধরতিনি বলেন, অথচ তারাই বলেছেন নারী নেতৃত্ব হারাম। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন।

'গাহি সাম্যের গান' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রীতির সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ রীতা দত্ত, অধ্যক্ষ আনোয়ারা আলম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ।
সম্প্রীতির সমাবেশে বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।  ছবি: উজ্জ্বল ধরপ্রফেসর আবদুল মান্নান বলেন, ধর্মকে ভিত্তি করেই পাকিস্তান সৃষ্টি হয়েছে। তাই এখনও তারা কোনো সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের মনে রাখতে হবে কারা সম্প্রীতির অপরূপ দৃষ্টান্ত, কারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে; তাদেরকেই ক্ষমতায় আনতে হবে। সম্প্রীতি বিনষ্টকারীদের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে হবে।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা থেকে উপজেলা এমনকি গ্রামেও সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে। সাম্প্রদায়িকতার বিষধর দাঁত ভেঙে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সম্প্রীতির পক্ষে যারা আছেন, তাদেরকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, ইতিহাস বলে যেকোনো শুভ কাজ এ চট্টগ্রাম থেকে শুরু হয়ে সফল হয়েছিল। তাই এ সম্প্রীতির বার্তা চট্টগ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।