ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সম্প্রীতির সমাবেশ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
চট্টগ্রামে সম্প্রীতির সমাবেশ শুরু চট্টগ্রামে সম্প্রীতির সমাবেশ শুরু। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: 'গাহি সাম্যের গান' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সম্প্রীতির সমাবেশ।

রোববার(৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

সম্প্রীতি বাংলাদেশ’র অাহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অাব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিক্ষাবিদ রিতা দত্ত, অানোয়ারা অালম, শিশু সাহিত্যিক রাশেদ রউফ প্রমুখ।

বাংলাদেশ সময়:১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮ 
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।