ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিবিরের ৯০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
শিবিরের ৯০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নগর শিবির কার্যালয়ে পুলিশের তল্লাশি

চট্টগ্রাম: নগরের ডিসি রোডে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ৯০জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রোববার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।

তিনি বলেন, থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বাদি হয়ে শনিবার রাতেই মামলাটি দায়ের করেন।

মামলায় ছাত্রশিবির মহানগর উত্তরের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আ স ম রায়হান, বায়তুল মাল সম্পাদক হামেদ হাসান এলাহী, আমান উল্লাহসহ ৫২ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ৩৮ জনকে আসামি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ডিসি রোড এলাকায় ব্লক রেইড দেওয়ার সময় ‘আর ইসরা’ ভবনের ২য় তলায় ছাত্রশিবিরের মহানগর কার্যালয়ের ছাদে পরপর ৪টি বোমা বিস্ফোরণ হয় বলে দাবি করে পুলিশ।

পরে কার্যালয়ে এক ঘণ্টা অভিযান চালিয়ে ৬টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮

জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।