ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে ভর্তি পরীক্ষা শুরু

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
চুয়েটে ভর্তি পরীক্ষা শুরু চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম: রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে লেভেল-১ স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (২নভেম্বর) সকাল ১০টা থেকে প্রথম পর্বে ‘ক’ এবং ‘খ’ গ্রুপের লিখিত পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। এরপর ‘খ’গ্রুপের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

১১টি উপজাতি কোটাসহ মোট ৮৪১ আসনের (নিয়মিত আসন ৮৩০টি) বিপরীতে ৮ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’গ্রুপ।

পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’গ্রুপের ভর্তি পরীক্ষা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।