ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পচা পেঁপের জুস বিক্রি হয় বাঙালিয়ানায়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
পচা পেঁপের জুস বিক্রি হয় বাঙালিয়ানায়! বাঙালিয়ানা রেস্টুরেন্টে রং মেশানো ঘি ও পচা পেঁপে।ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবারে নেই ঢাকনা। রং মেশানো ঘি দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তৈরি হয় মেয়াদহীন ফিরনি। জুস বানানোর যে পেঁপে, তাও বাসি হয়ে পচে গেছে।

ফুটপাতের কোনো খাবারের দোকান নয়, নগরের লালখান বাজারের অভিজাত রেস্টুরেন্ট বাঙালিয়ানা’র চিত্র এটি। যা ধরা পড়লো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয় বাঙালিয়ানা রেস্টুরেন্টে।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/m-bg20181029172800.jpg" style="margin:1px; width:100%" />ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার আইনে বাঙালিয়ানা রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদহীন ফিরনি এবং জুস তৈরির জন্য পচা পেঁপে  রাখার দায়ে রেস্টুরেন্টটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।