ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ২২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ২২ শতাংশ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাসের হার ২২ শতাংশ। অর্থাৎ ৭৮ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছে।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ।

তিনি বলেন, ডি ইউনিটে ৩৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে ৭ হাজার ৯২৪ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ২২ শতাংশ।

পরীক্ষার বিস্তারিত ফলাফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.cu.ac.bd) জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮

জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।