ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দাঁড়িয়ে থাকা ছাত্রীদের ওপর লেগুনা, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
দাঁড়িয়ে থাকা ছাত্রীদের ওপর লেগুনা, আহত ৩

চট্টগ্রাম: গাড়িতে ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির কয়েকজন ছাত্রী। এ সময় লেগুনা পরিবহনের একটি বেপরোয়া গতির গাড়ি তাদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলে তিন ছাত্রী গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তিন ছাত্রী হলেন-ইরা আকতার (১৪), সাইমা আকতার (১৪) ও সুমাইয়া আকতার (১৪)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে ইরা ও সাইমা আকতারকে ২৮ নম্বর ওয়ার্ডে ও সুমাইয়া আকতারকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮

জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad