ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনসভায় অংশ নিতে ঐক্যফ্রন্টের নেতারা চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জনসভায় অংশ নিতে ঐক্যফ্রন্টের নেতারা চট্টগ্রামে আমানত শাহ’র মাজার জিয়ারত করছেন ঐক্যফ্রন্টের নেতারা।

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ী বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় অংশ নিতে ঐক্যফ্রন্টের নেতারা এখন চট্টগ্রামে অবস্থান করছেন।

শনিবার (২৭ অক্টোবর) সকালে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে পৌঁছেন। এর আগে শুক্রবার রাতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোট নেতারা চট্টগ্রামে এসেছেন ।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, জনসভায় অংশ নিতে ঢাকা থেকে ইতোমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা চট্টগ্রামে অবস্থান করছেন।

তিনি বলেন, সকালে আমানত শাহ’র মাজার জিয়ারত করেছেন নেতারা।

দুপুর ২টায় এ জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবেশস্থলে ব্যাপক জনসমাগম হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad