ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইভিএমে ভোট দিতে সময় লাগবে ১৪ সেকেন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ইভিএমে ভোট দিতে সময় লাগবে ১৪ সেকেন্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রদর্শনী। ছবি : উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে মাত্র ১৪ সেকেন্ড সময় লাগবে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

শনিবার (২৭ অক্টোবর) সকালে ইভিএম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

নির্বাচনে ইভিএমের ব্যবহার বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘ইভিএম ভোট দেওয়ার প্রক্রিয়া সবচেয়ে সহজ। আঙ্গুলের ছাপ আর বাটন চেপেই ভোট দিতে পারবেন ভোটাররা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইভিএম মেশিন তৈরি হয়েছে। দেশ-বিদেশে ইভিএম নিয়ে নানা আলোচনা চলছে। ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথম ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। ’

ডিজিটাল বাংলাদেশে ইভিএম পদ্ধতি যুগোপযোগী বলেও মত প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইভিএম সম্পর্কিত বক্তব্য দেন এসএম আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।

নির্বাচন কমিশনের সহযোগিতায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস এ ইভিএম মেলার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮

এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।