ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সম্মিলিত জোটের ৭৪ আসন চায় ইসলামী ফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
সম্মিলিত জোটের ৭৪ আসন চায় ইসলামী ফ্রন্ট শাহ আমানত খানের (র.) মাজার জেয়ারতের মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা শুরু। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন  সম্মিলিত জোটভুক্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৭৪টি আসন চেয়েছে বলে জানিয়েছেন ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এমএ মতিন।

শনিবার (২৭ অক্টোবর) সকাল নয়টায় কুতুবুল আকতাব শাহসুফি হজরত শাহ আমানত খানের (র.) মাজার জেয়ারতের মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা শুরু করে ফ্রন্ট।

জেয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রাম অাউলিয়াদের শহর, ঘাঁটি।

এখানকার মানুষ শান্তিপ্রিয়। প্রতিহিংসার রাজনীতিতে তারা বিশ্বাসী নয়।
আমরা অধিকারহারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতি করছি।  

এ সময় ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, যুগ্ম মহাসচিব স  উ ম আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রামে কোন কোন আসনে ফ্রন্টের প্রার্থী থাকবে তা জোটের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার মাধ্যমে, ঐকমত্যের মাধ্যমে ঠিক করা হবে।  

জেয়ারত শেষে একটি গাড়ির বহর নিয়ে একটি কাফেলা কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, চান্দগাঁও এলাকায় পথসভা ও মাজার জেয়ারতের উদ্দেশ্যে রওনা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।